“এক উমরাহ থেকে আরেক উমরাহ পর্যন্ত যে সব গুনাহ হয়, তা ক্ষমা করা হয়।
রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
“এক উমরাহ থেকে আরেক উমরাহ পর্যন্ত — এর মধ্যবর্তী সময়ে যে সব গুনাহ হয়, তা ক্ষমা করা হয়।
আর হজে মাবরুরের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়।”
(সহিহ বুখারী – ১৭৭৩)
🕋 প্রিয় ভাই ও বোনেরা,
উমরাহ বা হজের স্বপ্ন পূরণের প্রথম পদক্ষেপ নিন আজ থেকেই —
“কাবা ব্যাংক”-এর মাধ্যমে ইনশাআল্লাহ!
দেখতে একদম কাবার মতো এই ব্যাংকটি
আপনার ঘরে এনে দেবে তাওহিদের পরিবেশ ও অনুপ্রেরণা।
প্রতিদিন অল্প অল্প করে সঞ্চয় করুন,
একদিন সেই সঞ্চয়ই আপনাকে পৌঁছে দেবে আল্লাহর ঘরে — ইনশাআল্লাহ।
সন্তানদেরও শেখান হালাল সঞ্চয়ের অভ্যাস,
যেন ছোট থেকেই তারা শিখে নেয় আল্লাহর পথে আগ্রহ আর ধৈর্য।
অর্ডার করতে ইনবক্স করুন বা ভিজিট করুন: Bismillahfood.net
আল্লাহ আমাদের সবার সঞ্চয়ে বরকত দিন ও হজে মাবরুরের তাওফিক দান করুন।



Reviews
There are no reviews yet.